প্রেস বিজ্ঞপ্তি: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন খারিজের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর নগরীর মহিলা কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মালোপাড়া এসে শেষ হয়। উক্ত মিছিলে রাজশাহী মহানগর যুবদলের সাধারন সম্পাদক মাহফুজুর রহমান রিটন ও মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রবি নেতৃত্ব দেন।
উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মাসুদুল হক মৃধা মোমিন,তারিক আজিজ সিজার,ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুলতান আহম্মেদ রাহী,মহানগর সংগ্রামী দলের সিনিয়র সহ-সভাপতি সুব্রত রায়, মহানগর ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তানভির আহম্মেদ সুইট,মহানগর ছাত্রদল নেতা এমদাদুল হক লিমন, রায়হানুল ইসলাম রাতুল,আবুল কালাম আজাদ তপন,মহানগর সেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক হাসিবুল হক,মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক সালাউদ্দিন বিপ্লব।বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের সভাপতি আবির হাসান হিমেল সহ মহানগর ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ।
জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।