নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে একটি যাত্রীবাহী ট্রেন। বৃহস্পতিবার সকাল সোয়া দশটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন সংলগ্ন রেললাইনে ঘটনা ঘটে।
জানা গেছে, রেল লাইন ভাঙা কাটা দেখতে পেয়ে স্থানীয় এক ব্যক্তি গেটম্যান কে জানান। এরপর গেটম্যান লাল কাপড় দেখিয়ে ট্রেনটি থামায়। ট্রেনটি থামানোর কারণে দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় ট্রেনটি। পরে মেরামত করে ট্রেনটি নিয়ে যাওয়া হয়। এ সময় পাবনা এক্সপ্রেস ট্রেন যাচ্ছিল। এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশন
ম্যানেজার আব্দুল করিম বলেন, কোন ধরনের দুর্ঘটনা ঘটেনি। লাইন মেরামত করে ট্রেনটি নিয়ে যাওয়া হয়। স্থানীয় এক ব্যক্তি রেললাইন ভাঙ্গা দেখতে পেয়ে গেটম্যান কে জানালে গেটম্যান লাল পতাকা দেখিয়ে ট্রেন থামায়। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে কোন সমস্যা হয়নি।
আর/এস