নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত নগরীর মালোপাড়া নগর বিএনপি’র কার্যালয়ের সামনে বিক্ষোভ করা হয়। এতে রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মেয়র
মিজানুর রহমান মিনু। আরো বক্তব্য রাখেন, রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাদ, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন যুবদলসহ ও বিএনপি’র অন্যান্য নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সমাবেশে বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন তাকে মুক্তি না দেওয়া হলে আন্দোলনের হুশিয়ারি দেন বিএনপি নেতারা।
আর/এস