নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর দাসপুকুর এলাকায় গভীর রাতে খামারি আব্দুল মজিদকে হত্যা ৪ টি গরু লুটের ঘটনায় দুই আসামীকে আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। দুই আসামী হলো, নগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার তাহসানের ছেলে মিলন এবং রাজপাড়া থানার বহরমপুর এলাকার আব্দুর রহমানের ছেলে জিন্দার আলী। আর হত্যার সাথে জড়িত মূল হোতা আরিফুল ইসলাম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। ঘটনার সাথে জড়িত আরো ৫ আসামীকে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে নগরীর রাজপাড়া থানার ওসি তদন্ত ও মামলার তদন্তকারী কর্মকর্তা মেহেদি হাসান বলেন, হত্যার সাথে সরাসরি জড়িত তিন আসামীর মধ্যে আরিফুল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে এবং বাকি দুই আসামীকে আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর দিবাগত গভীর রাতে দাসপুকুর এলাকার আব্দুল মজিদকে প্রথমে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে শ্বাসরোধ করে হত্যার পর ৪ টি গরু নিয়ে চলে যায়। পরদিন সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় নিহতের ছেলে আব্দুল
সালাম অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে রাজপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর ৮ ডিসেম্বর চুরি হওয়া গরুগুলো উদ্ধার ও ৫ জনকে আটক করে পুলিশ। তারপর কুমিল্লা থেকে আরো ৩ জনকে আটক করা হয়। পরদিন ৯ ডিসেম্বর প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পুলিশ হত্যার মূল রহস্য উন্মোচন করেন। আটকদের মধ্যে একজন ইউপি মেম্বর ও একজন বাসের সুপারভাইজার রয়েছে। এ ছাড়াও হত্যার সাথে জড়িত দু’জনই নিহত আব্দুল মজিদের কর্মচারী।
আর/এস