নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে ট্রাকের ধাক্কায় রাকিবুল ইসলাম নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার দুপুরের আগে নগরীর সিটি বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক পবা উপজেলার দারুশা এলাকার ডায়িংপাড়া গ্রামের সাহিদুলের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাকিবুল বাইসাইকেলযোগে নগরীর আমচত্বরের দিকে আসছিলেন। এসময় সামনের ট্রাককে পেছনের একটি ট্রাক ধাক্কা দেয়। ওই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাকিবুলকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান রাকিবুল। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। নিহত রাকিবুল রাজমিস্ত্রী ছিলেন।রাকিবুলের
প্রতিবেশী রঞ্জু শেখ জানান, সাংসারিক সমস্যায় বাধ্য হয়ে রাকিবুল সাত বছর বয়স থেকেই তার দাদি ইসামনের সঙ্গে থাকতেন। অভাবের সংসারে রাকিবুল শিশুকাল থেকেই নানা কাজকর্ম করে পড়া-লেখা করতেন। এভাবেই পড়া-শোনা চলতো তার। কিন্তু দশম শ্রেণি পর্যন্ত পড়া-লেখার পরে আর্থিক অনটনের কারণে পড়া-শোনা বন্ধ করে রাজমিস্ত্রীর কাজের সঙ্গে যোগ দেন। আর দাদি ভিক্ষা করেন। কিন্তু ঘাতক ট্রাকের ধাক্কায় শেষ পর্যন্ত অকালেই ঝরে যেতে হলো রাকিবুলকে।
আর/এস