দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে বিদ্যুতের মেইন লাইনে পুলে তাঁর টানার সময় তাঁর থেকে পড়ে আবাসন প্রকল্পে আশ্রয় নেওয়া মোশারফ হোসেন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত মোশারফ ঝালুকা আবাসন প্রকল্পের শরিফুল ইসলামের পুত্র। সে সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। প্রত্যক্ষদর্শি সুত্রে জানা গেছে, সোমবার বিকেল ৪টার দিকে পল্লি বিদ্যুতের লোকজন ঝালুকা গ্রামের ভিতর দিয়ে মেইন লাইনের পুলে তাঁর
টানছিলেন। এ সময় বিদু্যুতের তাঁর ধরে খেলা করছিলেন শিশু মোশারফ। বিদ্যুতের লোকজন মেশিনের সাহায্যে তাঁর পুলে বাসনোর জন্য জোরে টান দিলে তাঁর ধরে থাকা অবস্থায় শিশু মোশারফ উপরে উঠে মাটিতে আচঁড়ে পড়ে। এতে গুরুতর আহত হয় সে। পরে তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ১০টার দিকে মারা যায় শিশু মোশারফ।
আর/এস