নিজস্ব প্রতিবেদক : রাজশাহী গভ: ল্যাবরেটরী হাই স্কুলের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১১ টার দিকে স্কুলের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়,আগামী ২০ ও ২১ ডিসেম্বর সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হবে। প্রথম দিন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক। এদিন, সকাল আটটা থেকে
রাত ৯ টা পর্যন্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা,স্মৃতিচারণ, ক্যারিয়ার প্লানিং, সাংস্কৃতিক অনুষ্ঠান, উদ্বোধনী নৃত্য, গম্ভীরা, স্থানীয় শিল্পীদের সংগীত পরিবেশন, বাজেট বিবরণী, প্রিজম পণ্য জয়ন্তীতে হাই স্কুলের সাবেক ২৩০০ জন শিক্ষার্থী ও বর্তমান ৯০০ জন শিক্ষার্থী উপস্থিত থাকবেন। রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব ডাক্তার হাসিবুল ইসলাম, যুগ্ম আহবায়ক সুলতান । আরো উপস্থিত ছিলেন, মর্তুজা, আনোয়ার ও টিটো প্রমুখ।
আর/এস