খবর ২৪ ঘণ্টা, বিনোদন ডেস্ক: রবিবার ছিল বিএফজেএ (এখন ডবলিউবিএফজেএ) অ্যাওয়ার্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বহু দশকের ঐতিহ্য জড়িয়ে রয়েছে এই সংগঠনের সঙ্গে। তাই এখানে স্বীকৃতি পেলে যে কোনও শিল্পীরই আত্মবিশ্বাস একলাফে যেন ছুঁয়ে আসে আকাশরেখাকে। জেনে নিন এ বার কোন কোন ছবি ও কলাকুশলীদের স্বীকৃতি দিল এই সংগঠন।
সেরা অভিনেতা (ক্রিটিক)— সৌমিত্র চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
সেরা শিল্প নির্দেশক— গৌতম বসু (বিসর্জন)
সেরা সিনোমাটোগ্রাফি— শুভঙ্কর ভড় (মাছের ঝোল) ও সৌমিক হালদার (আমাজন অভিযান)
বহু দশকের ঐতিহ্য জড়িয়ে রয়েছে এই সংগঠনের সঙ্গে। ছবি: একতা ভট্টাচার্যের ফেসবুক থেকে।
সেরা মেকআপ— সোমনাথ কুণ্ডু (ধনঞ্জয়)
সেরা কস্টিউম— পান্সি সাহা, নেহা গাঁধী (ককপিট)
সেরা সহ-অভিনেতা— কৌশিক গঙ্গোপাধ্যায় (বিসর্জন)
সেরা সহ-অভিনেত্রী— মমতা শঙ্কর (মাছের ঝোল)
সেরা সম্পাদক— প্রণয় দাশগুপ্ত (বিবাহ ডায়রিজ)
সেরা কৌতুকাভিনেতা— লামা (বিসর্জন)
সেরা নেগেটিভ চরিত্র— সুদীপ্তা চক্রবর্তী (ধনঞ্জয়)
সেরা গীতিকার— ঋতম সেন (প্রজাপতি বিস্কুট)
সেরা গায়ক— অরিজিৎ সিংহ (চ্যাম্প)
সেরা গায়িকা— চন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় (প্রজাপতি বিস্কুট)
সেরা আবহসংগীত— চন্দ্রদীপ গোস্বামী ও ইন্দ্রদীপ দাশগুপ্ত (সহজপাঠের গপ্পো)
সেরা সংগীত পরিচালক— কালিকাপ্রসাদ ভট্টাচার্য (বিসর্জন)
সেরা সম্ভাবনাময় পরিচালক— মানসকুমার পাল (সহজপাঠের গপ্পো)
সেরা সম্ভাবনাময় অভিনেতা— সামিউল আলম ও নুর আসলাম (সহজপাঠের গপ্পো)
সেরা সম্ভাবনাময় অভিনেত্রী— রুক্মিনী মৈত্র (ককপিট)
সেরা চিত্রনাট্য— কৌশিক গঙ্গোপাধ্যায় (বিসর্জন)
সেরা পরিচালক— কৌশিক গঙ্গোপাধ্যায় (বিসর্জন)
সেরা অভিনেতা (জনপ্রিয়)— দেব (চ্যাম্প)
সেরা অভিনেত্রী— জয়া আহসান
সেরা ছবি— ময়ূরাক্ষী
খবর ২৪ ঘণ্টা.কম/ জন