দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুরে ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজাসহ ৭জনকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। শুক্রবার দিবাগত রাতে তাদের পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, দুর্গাপুর পৌর এলাকার সিংগা গ্রামের রদিদ মালের পুত্র আশরাফুল ইসলাম (৩৪), আব্দুর রশিদের পুত্র জুয়েল রানা (৩০), মৃত হানিফের পুত্র রফিকুল ইসলাম (৩৫), মহির উদ্দিনের পুত্র মহসিন আলী (৩৬), উপজেলার বাজুখলসী গ্রামের আব্দুল খালেকের পুত্র আব্দুল হালিম (৩২), শ্যামপুর গ্রামের আকবর আলীর পুত্র শাহিন আলী (২২) ও সবুজ আলী (১৯)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরপর শনিবার দুপুরে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কনা জানান, শুক্রবার দিবাগত রাতে থানার এসআই আব্দুল খালেক, এসআই মাসুদ রানা ও এএসআই সামসুল ইসলাম ও আরিফুল ইসলাম পৃথক অভিযান চালিয়ে ৫বোতল ফেন্সিডিলসহ আশরাফুল, ২০পিস ইয়াবাসহ দুইভাই শাহিন ও সবুজ, ৩০গ্রাম গাঁজাসহ হালিম এবং মাদক সেবনকারী জুয়েল, রফিকুল, মহসিনকে গ্রেপ্তার করে।
ওসি আরো বলেন, মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েররপর শনিবার দুপুরে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আর/এস