নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী দ্বিতীয় বারের মতো জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (প্রাথমিক শিক্ষা) নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি ২০১৫ সালে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন
গত ৩ ডিসেম্বর রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদানের জন্য জেলা পর্যায়ের প্রতিযোগিতা ২০১৯ এ অংশ নিয়ে তিনি এই সফলতা অর্জন করেন। তার নের্তৃত্ব ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। প্রতিবছর বৃত্তি পাওয়া ছাড়াও বিজয় ফুল প্রতিযোগিতায় এই স্কুলের শিক্ষার্থীরা জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে। মোঃ আইয়ুব আলী জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
জেএন