দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে প্রথমবারের মতো শুরু হয়েছে তিন দিনের ভূমি উন্নয়ন কর আদায় মেলা। উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা এ মেলার উদ্বোধন করেন। এসময় ভূমি উন্নয়ন কর আদায় মেলা উপজেলার প্রধান প্রধান সড়কে র্যালীর করেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ) আনিসুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেলাল হোসাইন, ভূমি উপসহকারি
কর্মকর্তা আব্দুল ওহেদ. মনজুর রহমান , গোলাম এজাজ, অহিদুল ইসলাম, সাফিফিকেট সহকারি মনিরুল ইসলাম, সার্ভেয়ার আব্দুল হামিদ, জমা সহকারি এমদাদ আলী সহ উপজেলার বিভিন্ন এলাকার কর প্রদান প্রজাগণ উপস্থিত ছিলেন। মেলার দিন শেষে তিন তহশীলে প্রায় ৭০ হাজার টাকা ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে। মেলার প্রথম দিনে ভূমি উন্নয়ন কর মেলার প্রভাদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। সকাল থেকে উপজেলা চত্বরে ভূমি কর দেওয়ার জন্য প্রজারা ভিড় জমায়।
আর/এস