নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে ৫০০ পিস ইয়াবাসহ শাহজামাল ২৭ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। আটক মাদক ব্যবসায়ী গোদাগাড়ী উপজেলার কান্দিপুর গ্রামের মৃত হাদিসুরের ছেলে। নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস
স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগর গোয়েন্দা পুলিশের একটি দল নগরীর শাহমখদুম থানাধীন সিটি হাটের সামনে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ শাহজামালকে আটক করে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
আর/এস