বিনোদন,ডেস্ক: অভিনয় তো বটেই, নাচেও সমান পারদর্শী বলিউড অভিনেত্রী সানি লিওনি। পর্দায় তাঁর নাচ মানেই যেন দর্শকদের নতুন কিছু পাওয়া। গ্ল্যামার আর নাচের অভিনব মুদ্রার মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মন্ত্রমুগ্ধ করে রাখতে জানেন বেশ ভালোভাবেই। এবারও তার ব্যতিক্রম হলো না।
ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের প্রতিবেদনে জানা যায়, বহুল আলোচিত ছবি ‘রাগিনী এমএমএস রিটার্নস সিজন টু’ এর একটি গান মুক্তি পেয়েছে। ‘হ্যালো জি’ শিরোনামে ওই গানটিতে দুর্দান্ত ভঙ্গিমায় নাচতে দেখা গেছে সানিকে।
গত কয়েকদিন যাবত ছবিটির টিজার ও ভিডিও নিয়ে প্রচারণায় ব্যস্ত ছিলেন এর কলাকুশলীরা। গানে আবেদনময়ী ভঙ্গিমায় দেখা যাচ্ছে সানিকে।
এরই মধ্যে গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
‘রাগিনী এমএমএস’ ফ্রাঞ্চাইজির ব্যাপক সাফল্যের ধারাবাহিকতায় মুক্তি পেতে যাচ্ছে এর চতুর্থ কিস্তি। ‘রাগিনী এমএমএস রিটার্নস সিজন টু’ এর প্রধান চরিত্রে অভিনয় করছেন বরুণ সোদ ও দিব্য আগারওয়াল। এএলটি বালাজি প্রযোজিত ওয়েব সিরিজটি আগামী বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এমকে