নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আফসার আলী নামে এক কৃষক নিহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সূর্য বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ শুক্রবার দুপুরে আফসার আলী তার জমি থেকে আখ কেটে পাওয়ার ট্রলিতে করে আখ নিয়ে বুড়ির ভাগ আখ সেন্টারে যাওয়ার পথে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি আম গাছে সরাসরি ধাক্কা দেয়।
ট্রলি ড্রাইভার এর পাশে বসা আফসারআলী গাছ ট্রলির মাঝে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। পরে এলাকাবাসী চারদিক থেকে ছুটে এসে আফসার আলী ও আহত ড্রাইভারকে উদ্ধার করে। আহত ড্রাইভারকে পার্শ্ববর্তী পার্শ্ববর্তী মেডিকেলে পাঠায়। নিহত আফসার আলী সূর্য বাড়ি মৃত কেরামত আলীর ছেলে।