নিজস্ব প্রতিবেদক : পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার পর বাজার নিয়ন্ত্রণে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রাজশাহী মহানগরীর বেশ কয়েকটি পয়েন্টে পেঁয়াজ বিক্রি করছে রোববার থেকে টিসিবি। ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছে টিসিবি। পেঁয়াজ কিনতে শুরুর দিন থেকেই ব্যাপক ভিড় জমাচ্ছেন ক্রেতারা। রোববার থেকে পুলিশ পাহারায় বিক্রি হচ্ছে পেঁয়াজ। শুরুর দিন থেকেই ক্রেতারা টিসিবির ট্রাকের সামনে ভিড় জমায়। সোমবার সকালে সরজমিনে
নগরীর লক্ষীপুর এলাকায় গিয়ে দেখা যায়, টিসিবির পেঁয়াজ বিক্রি হচ্ছে। প্রতি কেজি পেঁয়াজ দেয়া হচ্ছে ৪৫ টাকা। আর এ পেঁয়াজ কিনতে নারী-পুরুষ ও ছোট শিশুরাও লাইনে দাঁড়িয়ে রয়েছে। ক্রেতারা যাতে শৃঙ্খলার মধ্যে পেঁয়াজ কিনতে পারে সেজন্য পুলিশ সহযোগিতা করছেন। পুলিশের সহযোগিতায় সুষ্ঠভাবে পেঁয়াজ বিক্রি হয়। শুধু লক্ষীপুরই নগরীর সাহেব বাজারসহ আরো বেশ কয়েকটি পয়েন্টে পেঁয়াজ বিক্রি
হয়। পেঁয়াজ কিনতে আসা লাইলা নামের এক ক্রেতা বলেন, বাজারে পেঁয়াজের দাম অনেক বেশি। বেশি দাম হওয়ায় প্রয়োজন অনুযায়ী পেঁয়াজ কিনতে পারিনি। গত দেড় মাস ধরে এই সমস্যাই ভুগছি আমরা। তাই সরকারী পেঁয়াজ ন্যায্য দামে কিনতে এসেছি।হুরাইয়রা নামের আরেক ক্রেতা বলেন, আরো আগে টিসিবি পেঁয়াজ বিক্রি করলে সাধারণ মানুষের উপকার হতো। তবে এখন থেকে সরকারী পেঁয়াজ বিক্রি হওয়ায় ব্যবসায়ী সিন্ডিকেট কিছু ভেঙ্গে পড়বে।
আর/এস