খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রত্না বাজার এলাকায় মাইক্রোবাস ও জিপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আজ সকাল ৯টার দিকে হবিগঞ্জ-বানিয়াচং সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ছয়জন আহত হয়েছেন। হতাহত কারোর পরিচয় জানা যায়নি।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, সকালে হবিগঞ্জ থেকে বনিয়াচংগামী মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা জিপটির মুখোমুখি সংঘর্ষ হলে সাতজন গুরুতর আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। বাকিরা হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
খবর২৪ঘণ্টা.কম/রখ