পাবনা ব্যুরো: পাবনার ঈশ্বরদীতে পানিতে ডুবে যমজ দুই ভাই আদিব হোসেন ও আরাফাত হোসেনের মৃত্যু হয়েছে। রবিবার বিকেল পাঁচটার দিকে তাদের মৃত্যু হয়। মৃত দুই সহোদর ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া কলেজপাড়া গ্রামের বিপ্লব হোসেনের ছেলে। তাদের বয়স দেড় বছর।
বাবা বিপ্লব হোসেন কান্নাজড়িত কন্ঠে জানান, দুই ছেলে আরাফাত ও আদিব বাড়ির পাশে খেলাধুলা করতো। প্রতিদিনের মতো আজও বাড়ির পাশে খেলার সময় কখন পুকুরে পানিতে পড়ে ডুবে গেছে, তা কেউ জানতে পারেনি। অনেক খোঁজাখুজির পর বিকেল পাঁচটার দিকে পুকুরে দুই ছেলের দেহ ভেসে উঠে। তাদের দ্রুত ঈশ্বরদী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার হাসনা হেনা জানান, মৃত অবস্থাতেই আদিব ও আরাফাতকে হাসপাতালে আনা হয়েছিল।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, খেলাধুলা করতে করতে শিশু দুটি পুকুরের পানিতে ডুবে মারা গেছে।
যমজ দুই ভাইয়ের মৃত্যুতে এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ