নিজস্ব প্রতিবেদক : ঢাকা থেকে রাজশাহীগামী নভোএয়ারের একটি ফ্লইটের চাকা পাংচার হয়েছে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। কোন দুর্ঘটনাও ঘটেনি। রোববার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী নভোএয়ারের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে।জানা গেছে, রোববার সকাল সোয়া ৯টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজশাহীর উদ্দেশ্যে আসে নভোএয়ারের একটি ফ্লাইট।
বিমানটি রাজশাহী বিমানবন্দরে এসে পৌঁছায় সকাল সোয়া ১০টার দিকে। এ ফ্লাইটের পেছনের চাকা পাংচার হয়ে যায়। তবে কর্তৃপক্ষ বলছে পাংচার হয়নি। হাওয়ার পেসার কমে গেছে। এ ঘটনায় কোন দুর্ঘটনা ঘটেনি। এ বিষয়ে রাজশাহী বিমানবন্দরের বব্যস্থাপক সেতাফুর রহমান বলেন, শুনেছি পাংচার হয়নি। হাওয়ার পেসার কমে গেছিল। কোন সমস্যা হয়নি।
আর/এস