নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী রেল ভবনে টেন্ডার ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, নগরীর বোয়ালিয়া মডেল থানার শিরোইল এলাকার মৃত আবুল কালামের ছেলে আ’লীগ নেতা রাজা মিয়া (৪২) ও তার ভাই রাসেল মিয়া (২৬) এবং একই এলাকার রবিউলের ছেলে মনা (২৬)।
জানা গেছে, বুধবার রেল ভবনে টেন্ডার ছিল। আ’লীগ নেতা সুজনের সাথে রাজা গ্রুপের টেন্ডার ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির জের ধরে বুধবার দুপুরে সুজন গ্রুপের লোকজন রাজাকে ছুরিকাঘাত করে। রাজা তলপেটে ছুরিকাঘাতে আহত ও মারধরে অন্য দুইজনও আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে রাজশাহী রেলওয়ে জিআরপি থানার ওসি সাইদ ইকবাল বলেন, টেন্ডার নিয়ে কথা কাটাকাটির জেরে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।