খবর২৪ঘণ্টা ডেস্ক: অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার লাশ ঢাকায় পৌঁছেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাদেক হোসেন খোকার লাশবাহী বিমানটি অবতরণ করে।
দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত থেকে ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর।
বিমানবন্দর থেকে মরদেহ নেয়া হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সেখানে প্রথম জানাজা শেষে মরদেহ নয়াপল্টনের বিএনপি কার্যালয়ে নেয়া হবে। এখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে ধুপখোলা মাঠে তৃতীয় জানাজা শেষে জুরাইনের কবরস্থানে দাফন করা হবে তাকে।
খবর২৪ঘণ্টা, এমকে