নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছোট ভাই আশরাফুল ইসলামের মৃত্যু হয়। নিহত যুবক নগরীর বোয়ালিয়া মডেল থানার শেখের চক এলাকার সানোয়ার হোসেনের ছেলে। গত রোববার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে বড় ভাইয়ের রডের আঘাতে ছোট ভাই আশরাফুল আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বড় ভাই নুর আলমকে
গ্রেফতার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। এ তথ্য নিশ্চিত করে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন, পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত রোববার রাত সাড়ে ৯টার দিকে বড় ভাই নূর আলমের সাথে ছোট ভাই আশরাফুলের কথাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই ঘরে থাকা রড দিয়ে ছোট ভাই আশরাফুলের মাথায় আঘাত করে। এ সময় সে
অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়। পরে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় নিহতের মেয়ে তামান্না বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। সেই হত্যা মামলায় নুরকে গ্রেফতার দেখানো হয়েছে।
আর/এস