খবর২ ৪ঘণ্টা,ডেস্ক: চাঁদাবাজিসহ নানা অনিয়মের অভিযোগে ছাত্রলীগের শীর্ষ পদ (সাধারণ সম্পাদক) থেকে অপসারণ হওয়া গোলাম রাব্বানীকে ঢাকসুর জিএস পদ থেকে অপসারণ ও ঢাবিতে অবৈধভাবে এমফিলে ভর্তির সকল কার্যক্রম বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে তার এমফিলে অবৈধভাবে ভর্তি কার্যক্রমের সঙ্গে কারা কারা জড়িত তাদের বিষয়ে অনুসন্ধান করার জন্যও বলা হয়েছে।
ঢাকসুর অপর জিএস প্রার্থী রাশেদ খানের পক্ষে সোমবার ডাক ও রেজিস্ট্রি যোগে এই নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম।
আইনজীবী হাসনাত কাইয়ুম নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী সাত দিনের মধ্যে গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল ও জিএস পদ থেকে অপসারণ করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সময় দেওয়া হয়েছে। অন্যথায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
খবর২৪ঘণ্টা/ জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।