নিজস্ব প্রতিবেদক :
ছয় দফা দাবিতে দ্বিতীয় দিনের মত বিক্ষোভ করছে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পাস চত্বরে এ বিক্ষোভ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে, অভিযুক্ত শিক্ষার্থীদের দ্রত ও সুষ্ঠ বিচার করতে হবে, স্থায়ীভাবে ছাত্রত্ব বাতিল করতে হবে, ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে, কলেজে বহিরাগত শিক্ষার্থীদের প্রবেশ নিষিদ্ধ করতে হবে, ক্যাম্পাসে সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। গত রোববারও পলিটেকনিক শিক্ষার্থীরা বিক্ষোভ করে। উল্লেখ্য, গত শনিবার দুপুরে পলিটেকনিক অধ্যক্ষ প্রকৌশলী
ফরিদ উদ্দিনকে পুকুরের পানিতে ফেলে চুবায় ছাত্রলীগের নেতাকর্মীরা। বলে সাংবাদিকদের জানিয়েছেন শিক্ষাকরা। অধ্যক্ষকে লাঞ্ছিতের ঘটনায় ছাত্রলীগের পলিটেকনিক শাখার যুগ্ম-সম্পাদক কামাল হোসেন সৌরভকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে ছাত্রলীগ। পলিটেকনিক ইন্সটিটিউট শাখার কমিটিও স্থগিত করা হয়েছে। ওইদিন রাতেই অধ্যক্ষ বাদী হয়ে এজাহার নামীয় ৮ জন ও আরো অজ্ঞাতনামা ৫০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। মালায় রোববার ৫ জন ও সোমবার আরো ৪ জনকে আটক করা হয়।
আর/এস