নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ১২ বছরের এক শিশুকে ধর্ষনের পর হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয় ইউপি মেম্বার আনতাদুল ইসলাম ও পরিবারের দাবি গতকাল সন্ধ্যায় বড়াইগ্রাম উপজেলার দিয়ার গারফা গ্রামের মৎস্যজীবী হাসেন আলীর কন্যা হালিমা খাতুনকে স্থানীয় দুই যুবক বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।
পরে বিলের মধ্যে একটি গাছে তার ঝুলন্ত লাশ দেখে অন্য মৎস্যজীবীরা পুলিশে খবর দেয়। গতমধ্য রাতে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। নিহতের মা মোমেনার দাবি তার মেয়েকে ধর্ষনের পর হত্যা করা হয়েছে।
বড়াইগ্রাম থানার ওসি দিলিপ কুমার দাস জানান, নিহতের যৌনাঙ্গ রক্তাক্ত অবস্থায় ছিল। ময়না তদন্তের পর বিস্তারিত জানান যাবে। হালিমার লাশ সোমবার সকালে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
খবর২৪ঘণ্টা/ জেএন