1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
খোকাকে দেশে ফেরাতে সরকারের উদ্যোগ চায়: ফখরুল - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৯ পূর্বাহ্ন

খোকাকে দেশে ফেরাতে সরকারের উদ্যোগ চায়: ফখরুল

  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০১৯

খবর২ ৪ঘণ্টা,  ডেস্ক: আজ রোববার দুপুরে ঢাকার সাবেক মেয়রের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের প্রতি এই আহ্বান জানান।

বিএনপি নেতা এমন একটি সময়ে এই আহ্বান জানালেন, যখন সাদেক হোসেন খোকার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিউইয়র্কের একটি হাসপাতালে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। কিন্তু সাদেক হোসেন খোকা ও তাঁর স্ত্রীর পাসপোর্টের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। ভিসার জন্য আবেদন করেও তাঁরা কোনো সাড়া পাননি।

মির্জা ফখরুল বলেন, ‘তিনি (সাদেক হোসেন খোকা) আমাদের বলেছেন, তাঁর বন্ধুদের বলেছেন যে দেশের মাটিতেই যেন আমার কবর হয়। আজকেও তাঁর ছেলে সকালবেলা ফোন করে বলেছে, তাঁর বাবার এই এক ইচ্ছা আমরা পূরণ করতে চাই।’

‘সাদেক হোসেন খোকা যেন সুস্থ অবস্থায় দেশে ফিরতে পারেন, সে ব্যবস্থা সরকারের গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি।’

বিএনপির মহাসচিব বলেন, ‘সাদেক হোসেন খোকা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। আমরা জানি, ঢাকা মহানগর শুধু নয়, সারা বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতি যাঁরা বিশ্বাস করেন, তাঁদের কত প্রিয় মানুষ তিনি। অথচ আজকে যখন আমরা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করছি, তখন তিনি সরকারের রোষানলে। মিথ্যা মামলায় সাজা দিয়ে তাঁকে দেশের বাইরে রাখা হয়েছিল এবং তিনি দুরারোগ্য ক্যানসারে ভুগছেন।’

নিউইয়র্কে গিয়ে সাদেক হোসেন খোকার সঙ্গে কয়েকবার দেখা করেছেন জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘তিনি বলেছিলেন, যদি অসুস্থ না থাকতাম, যদি প্রতি সপ্তাহে মনিটরিং করতে ডাক্তারের কাছে যেতে না হতো, তাহলে আমি দেশে গিয়ে জেলে যেতাম, আমি মানুষের সঙ্গে থাকতাম।’

সরকারের নিপীড়ন-নির্যাতনের কথা উল্লেখ করে মির্জা ফখরুল আরো বলেন, ‘আজকে দুঃশাসনের যে জাঁতাকলে আমরা পড়েছি, শুধু সাদেক হোসেন খোকা নন, আমাদের অনেক মানুষ এখন অসুস্থ হয়ে পড়েছে এবং অনেকেই এখন শেষ পর্যায়ে চলে এসেছে। আমাদের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সাহেব তিনি অত্যন্ত অসুস্থ, শাহজাহান সিরাজ সাহেব অত্যন্ত অসুস্থ…।’

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি ও অন্যান্য নেতাকর্মীর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান মির্জা ফখরুল।

ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি মুন্সী বজলুল বাসিত আনজু ও সাধারণ সম্পাদক আহসানউল্লাহ হাসানের পরিচালনায় দোয়া মাহফিলে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ভিপি জয়নাল আবেদীন, মীর সরফত আলী সপু, আবুল কালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, কাজী আবুল বাশার, নবী উল্লাহ নবী, আবদুল মতিন, জিএম শামসুল হক, এবিএম আবদুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

খবর ২৪ঘণ্টা/ জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST