সবার আগে.সর্বশেষ  
ঢাকাশুক্রবার , ১ নভেম্বর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

‘চলতি সপ্তাহে আবরার হত্যা মামলার চার্জশিট দেওয়ার চেষ্টা করব’

অনলাইন ভার্সন
নভেম্বর ১, ২০১৯ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

খবর২ ৪ঘণ্টা,  ডেস্ক: বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলা প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, ‘নভেম্বর মাসের প্রথম সপ্তাহে আমরা চার্জশিট দেওয়ার চেষ্টা করব।’

আজ শুক্রবার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘ছাত্ররাজনীতি নয়, মূল্যবোধের অবক্ষয়ের কারণেই আবরার হত্যাকাণ্ড’ শীর্ষক ছায়াসংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মনিরুল ইসলাম। তিনি কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান।

বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িত ছাত্রলীগ নেতারা মদ্যপ ছিল—এমন প্রমাণ তদন্তে পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘মদ্যপানের অভিযোগে গ্রেপ্তার হয়নি। মদ্যপান সাক্ষীদের সাক্ষ্য ও জবানবন্দিতে ওভাবে আসেনি। কাজেই তাদের মেডিকেল পরীক্ষার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।’

আবরার হত্যা মামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘নভেম্বর মাসের প্রথম সপ্তাহে আমরা চার্জশিট দেওয়ার চেষ্টা করব। আমরা এখন পর্যন্ত সেভাবেই আমাদের যে অগ্রগতি এবং প্রস্তুতি সেটি অর্জিত হয়েছে এবং এটি প্রক্রিয়াধীন আছে।’

খবর ২৪ঘণ্টা/ জেএন   

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।