নিজস্ব প্রতিবেদক :
হঠাৎ করেই পেঁয়াজের দাম আকাশচুম্বী হওয়ায় তা এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। ডিম, কলাসহ অন্যান্য ফল এতদিন হালিতে বিক্রি হলেও আশ্চর্য্যজনক হলেও সত্য এবার রাজশাহী মহানগর ও জেলার উপজেলার হাট-বাজারগুলোতে হালিতে পেঁয়াজ বিক্রি হওয়া শুরু হয়েছে। ৯০ থেকে ১০০ টাকা কেজির পেঁয়াজ সাধারণ মানুষ কেজি হিসেবে কিনলেও দেড়শ’র কাছাকাছি পৌঁছা মাত্রই তা হালিতে কেনাবেচা শুরু হয়েছে। কাঁচাবাজারগুলোতে ব্যবসায়ী ও ক্রেতাদের মুখে মুখে “পেঁয়াজের হালি” কথাটা অনেক বেশি ব্যবহার হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, ভারত বাংলাদেশে পেঁয়াজ আমদানি বন্ধ করার পর
রাতারাতি ৬০ থেকে ৭০ টাকা কেজির পেঁয়াজের দাম বেড়ে হয়ে যায় ৯০ থেকে ১০০ টাকা। হঠাৎ দাম বেড়ে যাওয়ার কারণে সাধারণ মানুষ বিপাকে পড়েন। পেঁয়াজের দাম নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ হলে বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের নজরে আসে। এরপর বাজার নিয়ন্ত্রণে প্রশাসন মাঠে নামে। প্রশাসনের নির্দেশনার পর আবার পেঁয়াজের দাম কেজি প্রতি ৭০ টাকা হয়ে যায়। এর মাত্র দুই/তিন দিন পর আবার পেঁয়াজের দাম বাড়তে শুরু করে। বাড়তে বাড়তে নগর ছাড়িয়ে গ্রামের হাট-বাজারগুলোতে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ টাকা থেকে ১৪৫ টাকা কেজি দরে। দাম কম ও মধ্য আয়ের মানুষের নাগালের বাইরে চলে যায়। এতে সাধারণ খেটে খাওয়া মানুষরা কেজিতে পেঁয়াজ কেনা প্রায় ছেড়ে দেয়। নগরের বাইরেও পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া
রয়েছে। দাম বেড়ে যাওয়ার পর থেকে অনেক ক্রেতাকে হালিতে পেঁয়াজ কিনতে দেখা গেছে। তবে বড় সাইজের পেঁয়াজগুলো ক্রেতারা হালিতে কিনছেন। আবার কেউ কেউ কেজিতে কিনলেও হালি শব্দটি ব্যবহার করছেন। এক ক্রেতাকে ১০ টাকা দিয়ে দুটি পেঁয়াজ কিনতেও দেখা গেছে। আরেক ক্রেতাকে ১০০ টাকা দিয়ে ১০টি পেঁয়াজ কিনতে দেখা গেছে। এভাবে প্রায় ক্রেতা এখন কেজি বাদ দিয়ে হালিতে পেঁয়াজ কিনছেন। পেঁয়াজের দাম বেড়ে যাওয়া নিয়ে সাধারণ ও কম আয়ের মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তারা বাজার মনিটরিং করে
বাজার নিয়ন্ত্রণের জোর দাবি জানিয়েছেন। পেঁয়াজ কিনতে আসা সাইফুর রহমান নামের এক ক্রেতা বলেন, অসাধু ব্যবসায়ীরা দামের লোভে পেঁয়াজ মজুদ করে রেখেছেন। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রশাসন বাজার মনিটরিং করলে এতো দাম বাড়ার সুযোগ থাকবে না। তবে খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে দাম বেশি। তাদের মত ব্যবসায়ীদের দামের ব্যাপারে কিছু করার ক্ষমতা নেই।
আর/এস