খবর২ ৪ঘণ্টা, ডেস্ক: পুলিশ প্রশাসনে আট কর্মকর্তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি দিয়েছে সরকার।
সোমবার পুলিশ সুপার ও সম-পদমর্যাদার এই কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে।
এছাড়া চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান, পুলিশ অধিদফতরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মো. আনোয়ার হোসেন খান এবং ময়মনসিংহের পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন।
খবর ২৪ঘণ্টা/ জেএন