খবর২ ৪ঘণ্টা, ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একাধিক ডাকাতি মামলার আসামি নিহত হয়েছে। এ সময় ডাকাতদের গুলিতে এসআইসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করছে পুলিশ।
শনিবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে আড়াইহাজার থানার হাইজাদী ইউনিয়নের ইরমদী এলাকায় আবু সাঈদ ওরফে চইক্কা (৩৫) নামে ওই যুবক বন্দুকযুদ্ধে প্রাণ হারান। পুলিশ বলছে, চইক্কা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতি মামলা আছে।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, শনিবার রাতে ডাকাত দলের সদস্য আবু সাঈদ ওরফে চইক্কাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে আড়াইহাজার ও সোনারগাঁও থানায় ৮টি ডাকাতির মামলা রয়েছে।
গভীর রাতে পুলিশ তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে ইরমদী এলাকায় তার সহযোগী অন্য ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এতে আড়াইহাজার থানার এসআই সিরাজুল ইসলাম (৩৭), এএসআই সবুজ চন্দ্র দাস (৩৮), কনস্টেবল লিটন মিয়া (২২) ও রফিকুল ইসলাম (৩৮) আহত হয়েছেন।
একপর্যায়ে ডাকাত দল পিছু হটলে ঘটনাস্থল থেকে একটি পিস্তলসহ গুলিবিদ্ধ অবস্থায় চইক্কার মরদেহ উদ্ধার করা হয়।
খবর ২৪ঘণ্টা/ জেএন