নিজস্ব প্রতিবেদক :
ভোলায় হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজশাহী মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট ওলামায়ে কেরাম ও মুসল্লীরা এ মিছিলের আয়োজন করে। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মোস্তফা আল মারুফ, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী প্রমূখ। সমাবেশ থেকে গুলি চালিয়ে জনতাকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সেই সাথে হযরত মুহম্মদ (স) কে কটুক্তকারী হিন্দু যুবকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানানো হয়।
আর/এস