নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার উজানপাড়া থেকে আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্য কে বিপুল পরিমাণ উগ্রবাদী বইসহ আটক করেছে র্যাব-৫। মঙ্গলবার দুপুরে র্যাব-৫ এর সিপিএসসি ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের কাছ থেকে উগ্রবাদী বই, পতাকা ও লিফলেট উদ্ধার করেছে। তাৎক্ষণিক আটককৃতদের নাম পরিচয়া জানা যায়নি।
এ তথ্য নিশ্চিত করে র্যাব-৫ এর সিপিএসসি কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম বলেন, আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে উগ্রবাদী বইসহ তাদের আটক করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।
আর/এস