1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ভোলায় মিছিলে পুলিশের হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ১০ জানয়ারী ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন

ভোলায় মিছিলে পুলিশের হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০১৯

জাবি প্রতিনিধি: গতকাল ভোলায় ঘটা বিক্ষোভ মিছিলে পুলিশের হামলা ও পুলিশের গুলিতে সাধারন মানুষ নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে আজ দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল করেছে।
বিক্ষোভ মিছিলটি শহিদ মিনার থেকে শুরু হয়ে নতুন কলাভবন, রসায়ন ও পদার্থবিজ্ঞান ভবন হয়ে পুনরায় শহিদ মিনারে এসে শেষ হয়। মিছিলে সর্বস্তরের শিক্ষার্থীরা যোগ দেয়।
মিছিলের পর সকলে শহিদ মিনারের সামনে সমবেত হন। এসময়, এক শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন,‘‘কোন ক্ষমতাবলে,এই পুলিশ কার নির্দেশে মানুষের উপর গুলি চালিয়ে চারটি লাশ ফেলে দিলো ভোলায় তার জবাব দিতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে।“

‘‘গণতান্ত্রিক মিছিল করা এদেশের মানুষের অধিকার;সেই গণতান্ত্রিক অধিকার খর্ব করে মিছিলে গুলি চালিয়ে চারজনকে হত্যা করা হয়। আমরা এই হত্যাকন্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিচার বহির্ভুত হত্যাকান্ড আমরা কখোনো সহ্য করিনি এবং করবো না। এই বাংলার মাটিতে তাদের বিচার করতে হবে।“, বলেন আরেক শিক্ষার্থী খালিদ হাসান তন্ময়।
উল্লেখ্য, গতকাল ফেসবুকে মহানবী (সা.)-কে কটূক্তি করা নিয়ে ভোলায় জনতার বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত ও ১০ পুলিশসহ প্রায় দেড় শতাধিক আহত হন।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST