রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে স্কুলটির এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন কাজলা এলাকা থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করে নগরীর মতিহার থানা পুলিশ।
মামলায় স্কুলের প্রভাষক দুরুল হুদাকে একমাত্র আসামি করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, গত ১৬ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ছাত্রীর বাসায় পড়াতে আসে দুরুল হুদা। পড়া শেষে ছাত্রীকে বাড়ি দেখার নাম করে স্টোররুমে নিয়ে যায়। একপর্যায়ে দুরুল হুদা ছাত্রীকে জড়িয়ে ধরে এবং অশালীন আচরণ করে। ছাত্রী বিষয়টি বুঝতে পেরে দুরুল হুদাকে ধাক্কা দিয়ে চলে আসতে চাইলে আবারও তাকে জড়িয়ে ধরা হয়। ছাত্রীর চিৎকার শুনে আমরা ঘটনাস্থলে আসি। ওই সময় দুরুল হুদা পালিয়ে যায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, বিকেলে দুরুল হুদাকে গ্রেপ্তারের পর আদালতে তোলা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আর/এস