নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র ফিরোজ আলমের কাছ থেকে ছিনতাই করতে গিয়ে ছুরিকাঘাতের ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, রাবির মাদার বক্স হল শাখার বহিষ্কৃত ছাত্রলীগ নেতা ও আব্দুল আজিজের ছেলে অনিক মাহমুদ বনি (২৬) ও মতিহার থানার মির্জাপুর এলাকার
মোস্তাকিনের ছেলে মোস্তাফিজুর রহমান মিঠু (২৮)। এ তথ্য নিশ্চিত করে মতিহার থানার ওসি হাফিজুর রহমান বলেন, মূল দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, গত ১৮ অক্টোবর রাতে রাবি ছাত্রের কাছ থেকে ছিনতাই করতে গিয়ে ছুরিকাঘাতে আহত করে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রাবির বিক্ষুদ্ধ ছাত্ররা রাস্তা অবরোধ করে রাখে।
আর/এস