নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার এ সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) একেএম হাফিজ আক্তার, বিপিএম (বার) সভাপতিত্ব করেন। সভার শুরুতেই অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার, সর্বোচ্চ পরোয়ানা তামিল এবং সাফল্যের সাথে গুরুত্বপূর্ণ মামলা তদন্তকারী ৪ জন অফিসারকে ৪টি ক্যাটাগরিতে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ “সনদপত্র” প্রদান করা হয়। সভায় ডিআইজি মাদক বিরোধী অভিযান আরো বেশি জোরদার, অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার, পরোয়ানা তামিল, গ্যাং কালচার অপরাধ প্রতিরোধে কঠোর
নজরদারী, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, ট্রাফিক সচেতনতা বৃদ্ধি ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করার মাধ্যমে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার উপর গুরুত্বারোপ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। আসন্ন ২৬ অক্টোবর, ২০১৯ খ্রিষ্টাব্দ তারিখে (শনিবার) ‘কমিউনিটি পুলিশিং ডে’ পালনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং পুলিশ ও জনগণের মধ্যে পারষ্পারিক আস্থা-বিশ্বাস বৃদ্ধি, দূরত্ব হ্রাস ও পুলিশভীতি দূরীকরণের জন্য সুদৃঢ়
পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। সভায আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) নিশারুল আরিফ, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্ অ্যান্ড ক্রাইম) মিরাজ উদ্দিন আহম্মেদ বিপিএম, পিপিএম, জেলা/ইউনিট সমূহের পুলিশ সুপার এবং রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
আর/এস