খবর২৪ঘণ্টা ডেস্ক: আবরার ফাহাদ হত্যায় বুয়েটের অভিযুক্ত ১৯ জনকে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম। বুয়েটের অস্থির পরিস্থিতি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেছেন ভিসি। বিকেল ৫টা ২০ মিনিটে তিনি বুয়েট ক্যাম্পাস অডিটোরিয়ামে প্রবেশ করে শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হন।
এদিকে বুয়েট ক্যাম্পাস অডিটোরিয়ামে আন্দোলনকারী শিক্ষার্থীদের একাংশ প্রবেশ করলেও অডিটোরিয়াম ভরে যাওয়ায় অনেক শিক্ষার্থী বাইরে রাস্তায় বসে অবস্থান করছেন।
বুয়েট ভিসির সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিকেল ৫টায় আলোচনায় বসার কথা থাকলেও ২০ মিনিট দেরি করে ক্যাম্পাসে আসেন সাইফুল ইসলাম।
খবর২৪ঘণ্টা, এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।