বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় উপজেলা প্রশাসনের সাথে মচমইল বাজার কমিটির উদ্যোগে আইন শৃংখলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪ টায় মচমইল ধান হাটায় শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান, মচমইল হাট পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হাকিম প্রামানিকের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মচমইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মজিদ শেখের পরিচালনায় মতবিনিময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা
আ’লীগের সহ-সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক, মচমইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আহসান হাবীব, সাবেক শিক্ষা অফিসার গোলাম রহমান, মচমইল বাজার পরিচালনা কমিটির সভাপতি ওবাইদুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শুভডাঙ্গা ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজাহার আলী। এসময় উপস্থিত ছিলেন, মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মাস্টার মুনসুর রহমান, শুভডাঙ্গা
ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল করিম সরদার, মাহাবুর রহমান, আবেদ আলী, আফজাল হোসেন, ছাত্রলীগ নেতা আশিকুর রহমান সজল, সহ মচমইল বাজারের শতশত ব্যবসায়ী উপস্থিত ছিলেন। মচমইল বাজার কমিটির উদ্যোগে আইন শৃংখলা ও মতবিনিময় সভায় আইন শৃংখলা, মাদক, ড্রেনিৎ, লাইটিং, জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, বাজারে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন স্থাপন সহ মচমইল হাটের মসজিদের স্বার্বিক উন্নয়নে আলোচনা করা হয়।
এস/আর