দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে চলন্ত গাড়িতে ছিনতাইয়ের চেষ্টাকালে কিশোর অপরাধ দলের ৩সদস্যকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। বুধবার রাত ৯টার দিকে উপজেলার উজালখলসী বাজারে ছিনতাইয়ের চেষ্টাকালে তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, পুঠিয়া উপজেলার দইপাড়া গ্রামের আব্দুল লতিফের পুত্র হৃদয় (১৬), একই উপজেলার তারাপুর গ্রামের মইনউদ্দিনের পুত্র মজির শেখ (১৫) ও আলাউদ্দিন প্রামাণিকের পুত্র হাসিব আলী (১৯)।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কনা বলেন, দুর্গাপুর উপজেলার গোপালপুর গ্রামের সোহাগ নামের এক যুবক তাহেরপুর বাজার থেকে ভ্যানযোগে বাড়ি ফিরছিল। এ সময় গ্রেপ্তারকৃত ৩ কিশোর সোহাগের
পিছু নিয়ে পথিমধ্যে ফাঁকা জায়গায় সোহাগের হাতে থাকা মোবাইলটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিক ভ্যানগাড়িতে থাকা অন্য লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করলে ৩ যুবক মোটরসাইকেল যোগে পালিয়ে যাবার চেষ্টা করে। এমন সময় মোবাইল ফোনে খবর পেয়ে উজালখলসী বাজারে গ্রেপ্তারকৃত ৩ কিশোরের পথরোধ করে স্থানীয় লোকজন। পরে তাদের গণপিটুনি দিয়ে পুলিশকে খবর দেয় উত্তেজিত লোকজন। রাত সাড়ে ৯ টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই ৩ কিশোরকে পুলিশে সোপর্দ করা।
ওসি আরো বলেন, গ্রেপ্তারকৃতদের পুঠিয়ায় থানায় হস্তান্তর করা হয়েছে। পরে পুঠিয়ায় থানায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে তাদের জেলহাজতে প্রেরণ করেছে।
এস/আর