পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া ট্রাকের ধাক্কায় স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে সকালে তারা দু’জনে মোটরসাইকেল যোগে পুঠিয়ার দিকে যাচ্ছিল। পথে ঢাকা-রাজশাহী মহাসড়কের সিক্স বিল্ডিং এলাকায় এই দুর্ঘটনার শিকার হন। তবে প্রাথমিক অবস্থায় তাদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলায় ঢাকা-রাজশাহী মহাসড়ক দিয়ে তারা যাচ্ছিল। পথে ট্রাকের সঙ্গে ধাক্কায় লাগে মোটরসাইকেলের। এতে তারা দু’জনের পড়ে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাদের আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
খবর২৪ঘণ্টা, এমকে