নিজস্ব প্রতিবেদক :
গত মাসে রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় ১৩৮ জন শিশু বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে। ৯ অক্টোবর বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৯ উপলক্ষে মঙ্গলবার বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) নিজেস্ব ডকুমেন্ট সেল থেকে গণামাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ মাসে রাজশাহীতে ৯ শিশু
হত্যা, হত্যা চেষ্টার ঘটনা ৩টি, আত্মহত্যা করেছে ১৭ জন শিশু, আত্বহত্যার চেষ্টা ১, ধর্ষণের শিকার ২৪ জন শিশু, ধর্ষণের চেষ্টার শিকার ১১ জন শিশু, যৌন নির্যাতনের শিকার ১৪ জন, বিভিন্ন ভাবে নির্যাতিত হয়েছে ২৫ জন শিশু, নিখোঁজ ১৩ জন, অপহরণের শিকার ১৯ জন শিশু ও পাঁচারের চেষ্টার শিকার ১ জন শিশু। লফস মনে করে পত্রিকায় প্রকাশিত সংবাদের বাইরেও
অনেক ঘটনা ঘটে যার অনেকাংশে বিভিন্ন কারনে প্রকাশ পায় না। সংস্থার প্রধান নির্বাহী শাহানাজ পারভীন এর মতে শিশু নির্যাতন এখন সামাজিক ব্যধিতে পরিনত হয়েছে। বর্তমান শিশু আইন এর অধিনে শিশু নির্যাতন এর জন্য কঠার শাস্তি বিধান রয়েছে কিন্তু বাস্তবতায় আইনের প্রয়োগ যথাযথ না হওয়া অনেক ক্ষেত্রে শিশু নির্যাতনের জন্য দায়ী।
আর/এস