খবর২৪ঘণ্টা ডেস্ক: চাঁদপুর সদরের বড়স্টেশন মোলহাড এলাকায় বজ্রাঘাতে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে।
আজ রোববার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। তাদের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলায়। চাঁদপুর সদর হাসপাতালের আরএমও ডা. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য জানান।
নিহতরা হলেন- অহিদা বেগম, তার মেয়ে রেহানা, রেহানার ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছেলে সাব্বির ও মেয়ে সামিয়া।
স্থানীয়রা জানান, আজ কুমিল্লা থেকে পরিবারের তিন সদস্যকে নিয়ে বড়স্টেশন মোলহাড এলাকার নদীর মোহনায় ঘুরতে আসেন অহিদা বেগম। বৃষ্টির মধ্যে ঘুরছিলেন তারা। এসময় হঠাৎ বজ্রপাতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
খবর২৪ঘণ্টা, এমকে