নাটোর প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে দেহ তল্লাশী করে ৫০ পিচ ইয়াবা ও ১ গ্রাম হেরোইন সহ নাটোরের লালপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও নাটোর জেলা পরিষদ সদস্য মতিউর রহমান মতির ভাই মোজাম্মেল হোসেন ফিরোজ কে আটক করেছে লালপুর থানা পুলিশ।
এ সময় আটককৃত ফিরোজের কামড়ে এসআই সেলিম আহত হয়েছে। আজ সোমবার বেলা ১১ টার দিকে লালপুর থানার সামনে এই ঘটনা ঘটে।
এসআই সেলিম হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে থানার সামনে ফিরোজের দেহ তল্লাশী করি আমি সহ সঙ্গীয় পুলিশ নিয়ে। এ সময় ফিরোজের দেহ তল্লাশী করে কোমর থেকে ৫০ পিচ ইয়াবা ও ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ধরা পড়ে ফিরোজ আমার হাতে কামড় দিয়ে পালানোর চেষ্টা করলে অন্য পুলিশ সদস্যরা তাকে আটক করে। এ ঘটনায় লালপুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আহত এসআই সেলিম বর্তমানে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, আটক ফিরোজের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়েরের মাধ্যমে তাকে নাটোর জেল হাজতে প্রেরন করা হচ্ছে।
খবর২৪ঘণ্টা, এমকে