নিজস্ব প্রতিবেদক :
আজ রোববার দুপুর আড়াইটা থেকে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের পাশের রাস্তায় বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমাবেশ উপলক্ষে মাঠ প্রস্তুতের কাজ করছে নেতাকর্মীরা। তার আগে সমাবেশে বাগড়া দিয়েছে টানা ঝিরি ঝিরি বৃষ্টি। তবে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পূর্ব কোন ঘোষণা ছাড়াই রাজশাহী থেকে সকল রুটের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাতায়াতকারী যাত্রীরা। কেনই বা বাস চলাচল বন্ধ হয়ে গেল তা নিয়ে কৌতুহলের শেষ নেই যাত্রীদের। খোঁজ নিয়ে জানান, শনিবার রাতে
রাজশাহীতে ২২ শর্তে সমাবেশ করার অনুমতি পায় বিএনপি। সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়াও বক্তব্য দেবেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নের্তৃবৃন্দ। অনুমতি পাওয়ার মঞ্চ তৈরির কাজ শুরু করে বিএনপি। বিএনপির পক্ষ থেকে আগে থেকেই অভিযোগ করা হচ্ছিলো, সমাবেশকে কেন্দ্র করে পুলিশ নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশী করেছে। ছাত্রদলের কিছু নেতাকর্মীকে গ্রেফতারও করেছে। এরমধ্যে সমাবেশের আগে রাজশাহী থেকে সব রুটে বাস ও অন্যান্য যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বাস মালিকদের পক্ষ থেকে বলা হচ্ছে, বিএনপির সমাবেশে হামলা ও ভাংচুর হতে পারে এমন শঙ্কায় তারা বাস বন্ধ
করে দিয়েছে। অন্য কোন কারণ নেই। আর বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, বিএনপির নেতাকর্মীরা যাতে সমাবেশে উপস্থিত হতে না পারে সেজন্য পরিকল্পিতভাবে চাপ প্রয়োগ করে বাস বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের পক্ষ থেকে আরো অভিযোগ রয়েছে, নেতাকর্মীদের সিএনজিতেও আসতে দেওয়া হচ্ছে না। পথে পথে নেতাকর্মীদের পুলিশ বাধা দিচ্ছে। এদিকে, বাস বন্ধ থাকার কারণে সকাল থেকেই বিপাকের মধ্যে পড়েন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাতায়াতকারী যাত্রীরা। অনেককেই বাস না পেয়ে ট্রেন স্টেশনে যেতে
দেখা যায়। এ কারণে ট্রেনে চাপ বেড়েছে। ঢাকার উদ্দেশ্যে বের হওয়া দুই স্বামী-স্ত্রী বলেন, ঢাকা যাওয়া জরুরী। কিন্ত বাস চলাচল না করার কারণে যেতে পারছিনা। এ জন্য বসে আছি। রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও রাসিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, সমাবেশের প্রস্তুতি শেষ করা হয়েছে। সমাবেশে যাতে নেতাকর্মীরা আসতে না পারে সেজন্য পরিকল্পিতভাবে বাস বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরও সমাবেশ সফল করা হবে। বাধা-বিপত্তি উপেক্ষা করে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবে।
আর/এস