দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে খান ফাউন্ডেশনের উদ্দ্যেগে ‘অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন” প্রকল্প যোগাযোগ দক্ষতা উন্নয়ন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিস প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মসিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা লীগের
সভাপতি ও উপজেলা পরিষদের নারী ভাই চেয়ারম্যান বানেছা বেগম, ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, বিএনপি নেতা বজলুর রশিদ, খান ফাউন্ডেশনের জেলা সম্বনয়কারী সাইফুল ইসলাম, সিসিবিসি শাহিনা লাইজু, সাংবাদিক, উপজেলা বিভিন্ন ইউপি’র সদস্য ও নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।
আর/এস