খবর২৪ঘণ্টা ডেস্ক: কক্সবাজারের উখিয়ার কোটবাজার পূর্বরত্নাপালং গ্রামে এক প্রবাসীর মা, স্ত্রী ও দুই শিশু সন্তানকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৫) দিনগত রাতে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন- পূর্বরত্না গ্রামের মৃত প্রবীণ বড়ুয়ার স্ত্রী সখী বড়ুয়া (৬০), তার ছেলের বউ মিলা বড়ুয়া (২৪), নাতি রবিন বড়ুয়া (৫) ও সনি বড়ুয়া (৬)।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নুরুল ইসলাম মজুমদার বলেন, আমরা এখন ঘটনাস্থলে আছি। চারজনকেই গলাকেটে হত্যা করা হয়েছে। তবে কীভাবে, কেন এ হত্যাকাণ্ড ঘটেছে, তা কিছুই বলা যাচ্ছে না।
তিনি বলেন, যে বাড়িতে হত্যাকাণ্ড ঘটেছে, বাড়িটি পাকা বিল্ডিং। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা আগে থেকে ঘরের ভেতর ঢুকে লুকিয়ে ছিল। অথবা বাড়ির ছাদের উপর দরজা দিয়ে ঢুকে এ ঘটনা ঘটিয়েছে।
স্থানীয় বাসিন্দা পলাশ বড়ুয়া জানান, মৃত প্রবীণ বড়ুয়ার ছেলে রুখেন বড়ুয়া কুয়েত প্রবাসী। তাই বাড়িতে আর কোনো পুরুষ সদস্য ছিল না। ছেলের বউ আর নাতি-নাতনি নিয়ে থাকতেন সখী বড়ুয়া।
খবর২৪ঘণ্টা, এমকে