নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) ও উপজেলা প্রশাসন, গুরুদাসপুর, নাটোরের উদ্যোগে গুরুদাসপুর উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খান এর নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে ৫টি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’ এর আওতায় মেসার্স হৃদয় অয়েল মিল (পণ্যঃ সরিষার তেল) কে ২৫০০ টাকা,
শ্রী নেপাল চন্দ্র সাহা কে (পণ্যঃ জ্বালানী তেল) এক হাজার টাকা, গোপাল চন্দ্র সাহা (পণ্যঃ জ্বালানী তেল) কে এক হাজার টাকা জরিমানা করা হয়। দেবব্রত বিশ্বাস, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব কামরুল পলাশ, পরিদর্শক (মেট) উপস্থিত ছিলেন। এছাড়াও একই দিনে পাবনা জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকায় মেসার্স পিসিসিএস রেস্টুরেন্ট কে মেয়াদ উত্তীর্ণ খাবার এবং টেক্সটাইল মিলের রং মেশানোর দায়ের দুই লাখ টাকা জরিমানা করা হয়।
আর/এস