পুঠিয়া প্রতিনিধি :
রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় সড়ক দুর্ঘটনায় রাজন (২১) নামের এক সেনা সদস্য নিহত হয়েছেন। রোববার বিকালে এ ঘটনা ঘটে। তিনি চারঘাট উপজেলার পুরাভিটা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। জানা গেছে, সেনা সদস্য রাজন রোববার বিকেলে রাজশাহী মহানগরীর আমচত্বর থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে তিনি উপজেলার বেলপুকুর ভরুয়াপাড়া এলাকার ব্রিজের উপর
মোটরসাইকেল থেকে ছিটকে পরে ঘটনা স্থলেই তার মৃত্যু। এ ব্যাপারে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ শেখ গোলাম মোস্তফা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার লাশ দেখতে পাই। তবে সেখানে কেউ না থাকায় কি ভাবে তিনি মারা গেছেন সেটা বোঝা যাচ্ছেনা। তবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
আর/এস