দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুরের গুলালপাড়া গ্রামে এক বুদ্ধিপ্রতিবন্ধি (১৬) কিশোরী ধর্ষিত হয়েছে। ওই ঘটনায় থানায় মামলা দায়েররপর ধর্ষক রাকিব সরকার (৩৫) গ্রেপ্তার করেছে থানার পুলিশ। গ্রেপ্তারকৃত রাকিব উপজেলার গুলালপাড়া গ্রামের সামির উদ্দিনের পুত্র। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ওই কিশোরী বাড়িরপাশে তার মাকে খোজতে গেলে এ ঘটনা ঘটে। এদিকে বিজ্ঞ আদালত ওই কিশোরীর ২২ধারায় জবানবন্দি গ্রহণ করেছে।
থানার পুলিশ ও স্থানীয়রা জানান, ওই কিশোরী জন্ম থেকে বুদ্ধিপ্রতিবন্ধি। কথাবার্তা বলতে
পারলেও সাধারণ জ্ঞাণ কম। গত সোমবার বিকেলে সাড়ে ৫টার দিকে ওই কিশোরীর মা বিলে ছাগলের জন্য ঘাস কাটতে যায়। তার মা বাড়ি না ফেরায় ওই কিশোরীর তার মাকে খোজতে বের হয়। এ সময় পান বরজের পাশ দিয়ে যাওয়ার পথে রাকিব জোরপূর্বক ওই বুদ্ধিপ্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণ করে। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কনা জানান, ওই বুদ্ধিপ্রতিবন্ধি কিশোরীকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার তাকে ২২ধারায় জবানবন্দি দিতে আদালতে প্রেরণ করাছে। এরপর ওই কিশোরীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসিতে পরীক্ষা করানো হবে।
আর/এস