গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় নির্বাচনী কর্মকর্তা ফরিদুল ইসলাম। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র তারিক আহমদ, জেলা নির্বাচন কর্মকর্তা
মোতাওয়াক্কিল হোসেন, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন, গোমস্তাপুর থানার ওসি জসীম উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা রোকাব উদ্দিন দেওয়ান। উল্লেখ্য যে উপজেলা ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার নাগরিকদের পর্যায়ক্রমে এ স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
আর/এস