1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ষষ্ঠ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, বাবা-মা আটক - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১০:২৩ অপরাহ্ন

ষষ্ঠ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, বাবা-মা আটক

  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৯

খবর২৪ঘণ্টা  ডেস্ক: পৃথিবীতে সবচেয়ে নিরাপদ স্থান মায়ের কোল। আর সেই মা নিজ মেয়েকে বাধ্য করেছে অনৈতিক কাজ করতে। ঘটনাটি ঘটেছে ঝালকাঠিতে।

এ ঘটনায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ওই স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। ওই ছাত্রীর মা ও সৎবাবাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ১০টার দিকে ওই ছাত্রীকে উদ্ধার করে ঝালকাঠি সদর থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

আটকরা হলেন- ওই ছাত্রীর মা সাহেরা আক্তার কাজল ও সৎবাবা মো. আলম। রাতেই শহরের কালীবাড়ি সড়ক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

ঝালকাঠি সদর থানা পুলিশের ওসি (তদন্ত) মো. আবু তাহের মিয়া জানান, শহরের কাঠপট্টি এলাকার মায়ের বাড়িতে গত কয়েক মাস আগে মা ও সৎবাবার সহযোগিতায় মেয়েটির সঙ্গে কয়েকজন পুরুষ শারীরিক সম্পর্কে মিলিত হয়। তার মা ও সৎবাবা তাকে এ অনৈতিক কাজে বাধ্য করে। আর এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বুধবার ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য তাকে সদর হাসপাতালে ভর্তি করা হবে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও তিনি জানান।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team